করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান চিকিৎসা সফলতায় বিশ্ববাসীর আলোচনায় দক্ষিণ কোরিয়া। কোনও লকডাউন না করে, গণপরিবহন বন্ধ না করে সবকিছু সুচারুভাবে ব্যবস্থাপনার বিশ্বনায়ক মুনজে ইন।
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী রাজনৈতিক কালেন্ডার স্থগিত হয়ে গেলেও দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে শুক্রবার সস্ত্রীক ব্যালট প্রদান করলেন প্রেসিডেন্ট মুন জে ইন।
নির্বাচনে জনসচেতনতা বাড়াতে এবং ভোটারদের ভোটদান বাড়ানোয় সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে মুন জে ইন ভোট প্রদান করেন।
শুক্রবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শনিবারও দেশটির ৩ হাজার ৫০৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ উপলক্ষ্যে ১৪শ’ কেন্দ্রকে জীবাণুমুক্ত করা হয়। ভোটারদের সামাজিক দূরত্ব (৩ ফুট) মেনে লাইনে দাঁড় করানো হয়। এছাড়াও কোনও ভোটারের শরীরের তাপমাত্র বেশি হলে তাকে লাইনে দাঁড়াতে না দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বুথে ভোটার কমানোর জন্য শুক্র ও শনিবার অগ্রিম ভোটগ্রহণ হয়।
বিডি প্রতিদিন/কালাম