প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত যে ভূমিকা রেখেছেন তাতে দেশটির জনগণ অসন্তোষ প্রকাশ করেছেন। এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে।
গত মাসের মাঝামাঝি থেকে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল শতকরা ৫৫ ভাগ সেখানে এখন তা শতকরা ৪৪ ভাগে নেমে এসেছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ এবং ইপসোস যৌথভাবে এক জরিপ রিপোর্টে এ কথা বলেছে। শুক্রবার ওই জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, শতকরা ৫৫ ভাগ মানুষ ডোনাল্ড ট্রাম্পের করোনা-বিরোধী তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছেন এবং শতকরা ৪৪ ভাগ মানুষ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে শতকরা ৮৯ ভাগ মানুষ আমেরিকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং ট্রাম্পের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এবং ইপসোস যৌথভাবে চলতি সপ্তাহে যে জরিপ পরিচালনা করেছে তাতে দেখা যাচ্ছে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা শতকরা ৪২ ভাগ এসে দাঁড়িয়েছে। গত সপ্তাহে জনপ্রিয়তার মাত্রা ছিল শতকরা ৪৮ ভাগ।
অন্যদিকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তাদের এক জরিপে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে শতকরা ৪৬ ভাগে দাঁড়িয়েছে। করোনাভাইরাস ইস্যুতে শতকরা ৪৯ ভাগ মানুষ তাকে অপছন্দ করেন। মার্চ মাসে তার প্রতি শতকরা ৪৮ ভাগ মানুষের সমর্থন প্রকাশ করেছিল।
বিডি প্রতিদিন/আরাফাত