জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক নেতা আসলাম ফারুকীকে পাকিস্তানের হাতে তুলে দেবে না আফগানিস্তান। এ বিষয়ে পাকিস্তানের অনুরোধ প্রত্যাখান করেছে তারা। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সেই ফারুকী বহু আফগান হত্যার সাথে জড়িত। তাই আফগানিস্তানের আইন অনুযায়ী তার বিচার কাজ পরিচালনা করা হবে।
শিখ গুরুদুয়ারাসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। ফারুকী ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশের নেতা।
প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো বন্দী বিনিময় চুক্তি নেই।
সূত্র: ইকোনোমিক টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা