পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছাকাছি চলে এসেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের করপস'র ১১টি যুদ্ধ জাহাজ। আর ইরানের এমন কর্মকাণ্ডকে বিপজ্জনক উল্লেখ করেছে মার্কিন নৌবাহিনী। বুধবার মার্কিন নৌ-বাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়।
গত কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্য উপসাগরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেনা কর্মকর্তা কাসেম সোলাইমানি হত্যার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্কের মধ্যে আবারো এমন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের ছয়টি জাহাজের কাছাকাছি পৌঁছে যায় ইরানের জাহাজগুলো। ইরানের জাহাজগুলোকে উদ্দেশ্য করে বেশি কয়েকটি সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও মার্কিন নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক পর ইরানের জাহাজগুলো সেখান থেকে সরে যায়। এদিকে এ নিয়ে ইরানের গণমাধ্যমে কিছু বলা হয়নি।
গত বছরের ২৭ ডিসেম্বর ইরাকের কে১ মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। তখন প্রায় ৩০টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা।
এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহ-প্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পরেও ইরাকে মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/আরাফাত