কভিড-১৯ করোনাভাইরাস মহামারী মোকাবেলায় দক্ষিণ আফ্রিকায় ২১৭ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে কিউবা। এরমধ্যে মহামারী বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মীও রয়েছেন। গতকাল সোমবার তাদের স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার মন্ত্রীরা।
করোনা মোকাবেলায় মোট ২২টি দেশে ১২০০ স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। করোনা মোকাবেলায় চিকিৎসা সহায়তা চাইলে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছে সমাজতান্ত্রিক এ দেশটি।
এদিকে, আগামী মাসে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে কাজে ফিরতে পারবেন ১.৫ মিলিয়নের বেশি মানুষ। কিছু কিছু স্কুলও খুলবে। তবে জনসমাগম বন্ধ থাকবে। দেশটিতে মোট ৪ হাজার ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৯০ জন।
বিডি প্রতিদিন/ফারজানা