শিরোনাম
১৮ জুন, ২০২০ ১০:২৬

কৃষ্ণাঙ্গ আমেরিকানদের স্থায়ীভাবে বসবাসের জন্য আমন্ত্রণ ঘানার

অনলাইন ডেস্ক

কৃষ্ণাঙ্গ আমেরিকানদের স্থায়ীভাবে বসবাসের জন্য আমন্ত্রণ ঘানার

ঘানার পর্যটন মন্ত্রী

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ চলছে। এর মধ্যেই কৃষ্ণাঙ্গ আমেরিকানদের ঘানায় স্থায়ীভাবে বসবাসে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘানার পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, আপনাদের সামনে সুযোগ অপেক্ষা করছে, আফ্রিকা আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের এমন স্থানে থাকার দরকার নেই যেখানে আপনারা সারাজীবন থাকতে চান না। ঘরে আসুন, ঘানায় আবাসস্থল নির্মাণ করুন। খোলা মনে আপনাদের স্বাগত জানাতে আমরা অপেক্ষা করে আছি। ঘানা আপনাদের বাড়ি, আফ্রিকা আপনাদের আপন ঠিকানা।

বিবৃতিতে আরও বলা হয়, বর্ণবাদের অবশ্যই বিলুপ্তি ঘটাতে হবে। প্রার্থনা করি জর্জের মৃত্যু যেন বৃথা না যায়। এই মৃত্যু যেন বিশ্বব্যাপী কুসংস্কার ও বর্ণ বৈষম্যের অবসান ঘটনায়। বর্ণবৈষম্য নিরসনে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে। 

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত হন। ফ্লয়েডের হত্যাকাণ্ডের জেরে গত প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর