একটি দুটি নয়, গর্ত খুঁড়তে গিয়ে তিন তিনটি মূল্যবান হীরা পেলেন ভারতের মধ্যপ্রদেশের এক খনি শ্রমিক। দরিদ্র শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার বনে গেলেন তিনি। ওই তিনটি হীরার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লাখ রুপি।
দেশটির বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খনিতে অতীতেও হীরা পাওয়া গেছে। এবার তেমনই তিন হীরা বদলে দিতে চলেছে এক শ্রমিকের ভাগ্য।
সুবল নামে ওই শ্রমিক খনি খাদানে প্রতিদিনের মতোই কাজ করছিলেন। হঠাৎ একই জায়গায় পেয়ে যান তিনটি হীরা। পান্নার এই খনিটি হীরার জন্যই খ্যাত। কিছুদিন আগেই আরো এক শ্রমিক এই পান্নাতেই একটি হীরার খোঁজ পান।
জানা গেছে, সেটির ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। আর এবার সুবল যে তিনটি হীরা পেয়েছেন তার মোট ওজন ৭.৫ ক্যারাট।
হীরা পাওয়ার পরে সুবল স্থানীয় ডায়মন্ড অফিসারের কাছে সেগুলো জমা দিয়েছেন। ওই এলাকার ডায়মন্ড অফিসার আর কে পাণ্ডে হীরা তিনটির ওজন জানিয়ে বলেন, এগুলো নিলাম করা হবে। তাতে যে অর্থ মিলবে তার ১২ শতাংশ কর বাবদ কেটে নেওয়া হবে। বাকি অর্থ পাবেন ওই শ্রমিক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন