শিরোনাম
৯ আগস্ট, ২০২০ ১৫:২৬

হংকংয়ের প্রশাসক ক্যারি লামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

হংকংয়ের প্রশাসক ক্যারি লামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ বলে এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

গত মাসে হংকংয়ের ভিন্নমতাবলম্বীর বিরুদ্ধে চীন যে পদক্ষেপ নিয়েছে, সে জন্য তাদের শাস্তি দিতে ট্রাম্প ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, হংকংয়ে রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রে এসব ব্যক্তির ভূমিকা রয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে বেইজিংয়ের বিরুদ্ধে এমন পদক্ষেপকে নাটকীয় হিসেবে দেখছেন অনেকে।

ক্যারি লাম ছাড়াও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস তাং, তার পূর্বসূরী স্টিফেন লো, হংকংয়ের নিরাপত্তাবিষয়ক সচিব জন লি কা-চিউ এবং আইন সচিব তেরেসা চেংক, হংকংয়ে চীনের শীর্ষ কর্মকর্তা লুও হুইনিং, হংকং ও ম্যাকাউবিষয়ক বেইজিং অফিসের পরিচালক সিয়া বাউলংয়ের বিরুদ্ধে।

নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের যেসব সম্পদ আছে যুক্তরাষ্ট্রে তা বাজেয়াপ্ত হবে। পাশাপাশি তাদের সঙ্গে কেউ ব্যবসা বা কোনো লেনদেন করতে পারবে না। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর