১৪ আগস্ট, ২০২০ ১৩:০৪

পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন এমকিউএম’র

অনলাইন ডেস্ক

পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন এমকিউএম’র

মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন

নির্যাতনের প্রতিবাদে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। 

মূলত পাকিস্তান সরকার কর্তৃক মহাজির, সিন্ধি, বেলোচ, পাস্তুনসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর দমন-পীড়নের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, আলতাফ হোসেন প্রতিষ্ঠিত এমকিউএম-এর পক্ষ থেকে আজ কালো দিবসের গাড়ি র‌্যালি করবে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ অন্যান্য বিদেশি ইউনিটগুলো।

এরই মধ্যে কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। কালো দিবস পালনের জন্য কমিটির বৈঠক হয়েছে। কেন্দ্রীয় কমিটি বৈঠক করে কালো দিবস পালনের জন্য নানা উপ-কমিটি গঠন করে দিয়েছে।

এমকিউএম এর বিদেশের সংগঠকরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনী, প্যারা-মিলিটারি রেঞ্জার ও অন্যান্য বাহিনী মহাজির থেকে শুরু করে সিন্ধি, বেলোচ, পাস্তুনসহ অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। 

একই সঙ্গে সেখানে বিনা বিচারে হত্যাকাণ্ড চলছে। ঘটছে অবৈধভাবে আটকের ঘটনাও। এসব কাজ প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে।

এমকিউএম সংগঠকরা ঘোষণা দিয়েছে, রাষ্ট্র কর্তৃক এ ধরনের বর্বরতার ব্যাপারে বিক্ষোভ অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/আবু জাফর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর