২ অক্টোবর, ২০২০ ০০:০৯

আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের হয়ে যুদ্ধ করছে পাকিস্তানের সেনারা

অনলাইন ডেস্ক

আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের হয়ে যুদ্ধ করছে পাকিস্তানের সেনারা

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলছে। আর্মেনিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে লড়াইয়ের জন্য আজারবাইজানকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল বলে জানা গেছে।

এছাড়াও এই যুদ্ধে আর্মেনিয়ার বিপক্ষে আজারবাইজানের হয়ে পাকিস্তানের সেনারা যুদ্ধ করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আজারবাইজানের দুইজন স্থানীয় ব্যক্তির মধ্যে টেলিফোনে আলাপের সময় দেশটিতে পাকিস্তানের সেনাদের উপস্থিতির বিষয়ে উল্লেখ করা হয়।

উভয় পক্ষই অভিযোগ করেছে বিদেশি সৈনিক ভাড়া করার ব্যাপারে। তুরস্ক তো সরাসরিই আজারবাইজানকে সমর্থন দিয়ে বলেছে, এ অঞ্চলে শান্তির ক্ষেত্রে প্রধান হুমকি হলো আর্মেনিয়া। সে কারণে সিরিয়া থেকে বাকুতে যোদ্ধা পাঠানোর কথা বলেছে তুরস্ক। অন্যদিকে, আর্মেনিয়ায় সেনা ঘাঁটি রয়েছে রাশিয়ার। আর্মেনিয়ার হয়ে লড়াইয়ের জন্য সৈন্য পাঠানোর অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর