৩১ অক্টোবর, ২০২০ ২৩:০৬

এবার ম্যাক্রোঁর কড়া সমালোচনায় রাশিয়ার মার্শাল আর্ট কিংবদন্তি খাবিব

‘উসকানিমূলক আচরণের জবাব তারা পাবে’

অনলাইন ডেস্ক

এবার ম্যাক্রোঁর কড়া সমালোচনায় রাশিয়ার মার্শাল আর্ট কিংবদন্তি খাবিব

ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম ও হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার পদক্ষেপে সমর্থন দেওয়ায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। বিশ্বের অনেক দেশে এ নিয়ে বিক্ষোভ ও ফরাসি পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে। এবার নিন্দা জানালেন মিক্সড মার্শাল আর্টের (এমএমএ) জীবন্ত কিংবদন্তি খাবিব নুরমাগোমেদভও। খবর ফার্স্ট পোস্টের।

সম্প্রতি মাত্র ৩২ বছর বয়সেই ইউএফসির মঞ্চ থেকে অবসরের ঘোষণা দেওয়া খাবিব একজন রাশিয়ান মুসলিম। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারও হারের তেতো স্বাদ না পাওয়ার অনন্য রেকর্ডের মালিক খাবিব সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাক্রোঁর বিরুদ্ধে 'বিশ্বের মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মান জানানো'র অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাক্রোঁর মুখের ওপর জুতোর ছাপযুক্ত একটি ছবি পোস্ট করে খাবিব লিখেছেন, 'আমরা মুসলমান। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-কে আমাদের মা, বাবা, সন্তান, স্ত্রী এবং আমাদের সব আপনজনদের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, এসব উসকানিমূলক আচরণের জবাব তারা পাবে, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাসধারীদেরই জয় হয়। ' 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর