২৯ নভেম্বর, ২০২০ ১৪:২৫

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করবে ইইউ

অনলাইন ডেস্ক

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করবে ইইউ

ফাইল ছবি

মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাদের সম্পদ জব্দসহ নানা কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ‘ইউরোপীয়ান ম্যাগনিটস্কি অ্যাক্ট’ করা হচ্ছে। এ আইনের ফলে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অবরোধ দিতে পারবে ইইউ। জব্দ করতে পারবে তাদের সম্পদ। 

ইতোমধ্যে আইনটির অনুমোদন দিয়েছে ইইউ সদস্য রাষ্ট্রগুলো। আগামী মাস থেকে এর প্রয়োগ শুরু হবে। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে এতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার কথা। একই সঙ্গে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৭তম বার্ষিকীতে এটি চালু হচ্ছে।

গণহত্যা থেকে শুরু করে, নির্যাতন, নির্যাতন থেকে শুরু করে খেয়ালখুশিমতো গ্রেফতার ও আটক রাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে এই কঠোর বিধিনিষেধ। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনের একটি কপি গার্ডিয়ানের হাতে এসেছে। এতে দেখা গেছে, বিশ্বজুড়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়কে মোকাবিলার জন্য কঠোর এসব বিধিনিষেধ থাকছে এ আইনে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর