১ ডিসেম্বর, ২০২০ ১৬:১৮

চীনা কোং জেডটিইর আবেদন যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক

চীনা কোং জেডটিইর আবেদন যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

চীনা কোম্পানি ‘জেডটিই’ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বলে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা প্রত্যাহারের আবেদন করেছিল ওই কোম্পানি। আবেদনটি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। আবেদনে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে চিহ্নিত করার বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করা হোক। জবাবে যুক্তরাষ্ট্রের পাবলিক সেফটি অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি ব্যুরো জানায়, পুনর্বিবেচনা করার কোনো ভিত্তি নেই। ব্যুরো গত ৩০ জুন এক আদেশ জারি করেছিল। এতে বলা হয়, আমেরিকার যোগাযোগ নেটওয়ার্ক এবং সাপ্লাই চেইনের সংহতির প্রতি জেডটিই কোম্পানিকে হুমকি বলে গণ্য করতে হবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সেল সার্ভিস ফান্ড যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে বছরে ৮৩০ কোটি ডলার বরাদ্দ দিয়ে থাকে। এই বরাদ্দের উল্লেখযোগ্য একটি অংশ দিয়ে এতদিন জেডটিইর উৎপাদিত বা সরবরাহকৃত যোগাযোগ সামগ্রী কেনা হতো। বার্তা সংস্থা এএনআই জানায়, যেসব প্রতিষ্ঠানকে বিশ্বাস করা যাচ্ছে না এবং যেসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে, তাদের বিকল্প কোম্পানির কাছ থেকে সরবরাহ গ্রহণের প্রশ্নে ১০ ডিসেম্বর হোমল্যান্ড সিকিউরিটি ব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ জুনের বিজ্ঞপ্তিতে ব্যুরো বলেছিল, চীনের ২টি কোম্পানি হুয়াওয়ে ও জেডটিইর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা মিলিটারির ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর