ভারতের খ্যাতনামা ব্যবসায়ী পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত ও ‘এমডিএইচ মশলা’র কর্ণধার ‘মহাশয়’ ধর্মপাল গুলাটি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ‘মহাশয়’ ধর্মপাল। সেখানে আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
পাকিস্তানের শিয়ালকোটে জন্ম ধর্মপালের। দেশভাগের সময় তার বাবা মহাশয় চুনিলাল গুলাটি চলে আসেন অমৃতসরে। সেখান থেকে পরে তারা দিল্লির করোল বাগে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। চুনিলাল গুলাটি শুরু করেন মশলার ব্যবসা।
বাবার মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন ধর্মপাল। তার হাত ধরেই ফুলে ফেঁপে ওঠে তাঁদের ব্যবসা। বর্তমানে শুধু ভারতেই নয়, ইউরোপ, আমেরিকা ও পশ্চিম এশিয়ার বহু দেশে ভারতীয় মশলা রফতানি করে ধর্মপালের সংস্থা এমডিএইচ। ২০১৯ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার।
কিন্তু ধর্মপালের স্বকীয়তা ছিল তার সংস্থার পরিচালনায়। ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থাও যেখানে পেশাদার অভিনেতাদের দিয়ে বিজ্ঞাপন করাতেন, ধর্মপাল তা করেননি। বরং নিজেই সব পণ্যের বিজ্ঞাপন করতেন।
বিডি প্রতিদিন/ফারজানা