প্রতিবছর প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে রূপ নিচ্ছে বজ্রপাত। এ সময় কৃষিকাজ, গবাদি পশু চরানো বা খোলা মাঠে অবস্থানের সময় অসচেতনতার কারণে অনেক মানুষ হতাহত হন। সেই প্রেক্ষাপটে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষ কৃষি শ্রমিকদের নিয়ে বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।
শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কৃষি মাঠের পাশে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহেল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক স্বজন রায়, স্থানীয় তরুণ সমাজকর্মী মো. রনি ইসলামসহ অন্যান্য শুভসংঘ বন্ধুরা।
বক্তারা বলেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়, ধাতব বস্তু বা গাছের নিচে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। এ সময় নিরাপদ পাকা ঘরে আশ্রয় নেওয়া উচিত। এছাড়া টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার বন্ধ রাখা এবং মোবাইলফোন ব্যবহার এড়িয়ে চলা নিরাপদ। তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে উল্লেখ করে বক্তারা বলেন, স্কুল, রাস্তা ও মাঠের পাশে তালগাছ রোপণের উদ্যোগ নিতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠনের সভাপতি শীতল মার্ডি বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় আমাদের পাশে থেকেছে—সেলাই মেশিনসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। বজ্রপাত সচেতনতায় তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এ আয়োজন সম্পর্কে নারী কৃষি শ্রমিক বাসন্তী হাসদা বলেন, বজ্রপাত সম্পর্কে আগে কিছুই জানতাম না। শুভসংঘের বন্ধুরা এসে আমাদের অনেক কিছু বুঝিয়ে বলেছে। আগে বুঝতাম না, এখন সাবধান হব।
সভায় এলাকার বিশেষ করে নারীরা ও পুরুষ কৃষিশ্রমিক অংশ নেন এবং এ উদ্যোগকে তারা সাধুবাদ জানান। সভা শেষে খোলা মাঠে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম