২৪ জানুয়ারি, ২০২১ ১৯:৫৬

কাশ্মীর সীমান্তে ফের দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান, ভারতের উদ্বেগ

অনলাইন ডেস্ক

কাশ্মীর সীমান্তে ফের দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান, ভারতের উদ্বেগ

জম্মু ও কাশ্মীরে একটি দেড়শো মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। গত ১০ দিনের ভেতর কাশ্মীর সীমান্তে পাওয়া এটা দ্বিতীয় কোনো সুড়ঙ্গ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। খবর হিন্দুস্তান টাইমস এর।

এর আগে, শনিবার এর সন্ধান পেয়ে ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশের কাজে পাকিস্তানি গোয়েন্দারা ব্যবহার করে বলে জানায় তারা। বিএসএফ এর দাবি, ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুড়ঙ্গ তৈরি করেছে পাকিস্তান। গোপন সূত্রের ভিত্তিতে সুড়ঙ্গের সন্ধানের অভিযানে নামেন তারা। 

পরে  ৩৯ মিটার গভীর সুড়ঙ্গটির অবস্থান কাঠুয়া জেলায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ-এর পানসর ঘাঁটির কাছে ১৪ ও ১৫ নম্বর বর্ডার পোস্ট দু’টির মাঝামাঝি। সীমান্তের অন্য প্রান্তে রয়েছে পাকিস্তানের শাকরগড় জেলার আভিয়াল ডোগরা এবং কিংরে-দি-কোঠে সীমান্তঘাঁটি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর