ফ্রান্সে একটি সমাবেশে বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে বেলজিয়ামে আসাদুল্লাহ আসাদি (৪৯) নামে এক ইরানি কূটনীতিক দোষী সাব্যস্ত হয়েছেন। বেলজিয়ামের এন্টওয়ার্পের আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়। তার সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন আরও তিনজন।
অভিযুক্তদের জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। এছাড়াও বোমা হামলার পরিকল্পনার জন্য ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে দোষারোপ করেছে ফ্রান্স এবং শীর্ষ দুই ইরানি কূটনীতিকের সম্পত্তি জব্দ করেছে।
আসাদুল্লাহ আসাদি ভিয়েনায় ইরানি দূতাবাসে কর্মরত ছিলেন। ফ্রান্সে ইরান থেকে নির্বাসিত বিরোধী গোষ্ঠীর একটি বড় সমাবেশে বোমা হামলা চালানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন এ কূটনীতিক।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দেশটির কোনো কূটনীতিক এ প্রথম দোষী সাব্যস্ত হলেন ইউরোপে। ২০১৮ সালে প্যারিসের বাইরে হাজার হাজার মানুষের ওই সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন