একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা আছে। মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড শুক্রবার এক বক্তব্যে এ আশঙ্কা প্রকাশ করেন।
মস্কো ও বেইজিং ‘আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ’ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে হুমকি মোকাবিলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়ন করতে হবে।
এই মার্কিন অ্যাডমিরাল বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়বে।
সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ