২ মার্চ, ২০২১ ১৭:৩৯

দাউদ ইব্রাহিম-ঘনিষ্ঠ ইকবাল মিরচির স্ত্রী-পুত্রদের ইন্টারপোলের রেড নোটিস

অনলাইন ডেস্ক

দাউদ ইব্রাহিম-ঘনিষ্ঠ ইকবাল মিরচির স্ত্রী-পুত্রদের ইন্টারপোলের রেড নোটিস

ফাইল ছবিতে স্ত্রীসহ ইকবাল মিরচি

ইন্টারপোল রেড নোটিস দিয়েছে দাউদ ইব্রাহিম-ঘনিষ্ঠ ইকবাল মিরচির স্ত্রী এবং তার দুই ছেলের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, ইকবালের স্ত্রী হাজরা ইকবাল, দুই ছেলে জুনেইদ ইকবাল মেমন এবং আসিফ ইকবাল মেমন ব্রিটেনে রয়েছেন। গোয়েন্দা সূত্রের দাবি, তাদের খুব শীঘ্রই গ্রেফতার করা হতে পারে। 

দাউদ ইব্রাহিম ও ইকবাল মিরচির ঘনিষ্ঠতা বহু পুরনো বলে মনে করা হয়। ১৯৭০ সাল থেকে মুম্বাইয়ের ডকইয়ার্ডের জিনিস চুরি করে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগ ছিল ইকবালের বিরুদ্ধে। তার পর ধীরে ধীরে চোরাচালান এবং মাদক ব্যবসায় যুক্ত হয় সে। পরে ২০১৩ সালে ব্রিটেনে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মুম্বাইয়ের বিশেষ আদালত ইকবাল মিরচির স্ত্রী এবং পুত্রদের পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশের একদিন পরই রেড নোটিস জারি করল ইন্টারপোল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর