সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হয়ে রেকর্ড গড়েছেন জো বাইডেন (৭৮)। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই তার স্মৃতিভ্রম নিয়ে আলোচনা হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট ও বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে একাধিকবার রসিকতাও করেছেন। দায়িত্ব গ্রহণের পরও বাইডেনের মধ্যে স্মৃতিভ্রম হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
গতকাল বুধবার ফক্স নিউজ জানিয়েছে, মন্ত্রী-এমপি-রাজনীতিবিদদের নাম ভুলে যাচ্ছেন বাইডেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রী ও পেন্টাগন প্রধান লয়েড অস্টিনের কথা বলতে গিয়ে বাইডেন তার নাম স্মরণ করতে পারেননি। পরে আমতা আমতা করে অস্টিনকে বোঝানোর চেষ্টা করেন।
এমন ভুল এর আগেও একাধিকবার করেছেন বাইডেন। এমনকি নির্বাচনে নিজের রানিং মেট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম উচ্চারণেও ভুল করেছিলেন বাইডেন।
বিডি প্রতিদিন/ফারজানা