৫ বছর প্রেম করেও প্রেমিককে বিয়ে করতে রাজি হননি প্রেমিকা। এ জন্য ক্ষিপ্ত হয়ে প্রেমিকা পঞ্চমী রায়ের বাড়ির সামনে অনশনে বসেছিলেন প্রেমিক পবিত্র। ‘৫ বছরের ভালোবাসা ফিরিয়ে দাও’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই যুবক বাড়ির সামনে ঝুলিয়ে দিয়েছিলেন তাদের বিভিন্ন সময়ের ঘোরাফেরার ও একসঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি। খবর আনন্দবাজার পত্রিকার।
তবে বেশি একটা সুবিধা করা যায়নি। পুলিশের প্রহারে জায়গা ছাড়তে হয়েছে ওই প্রেমিককে। এ ঘটনা ঘটেছে শনিবার ভারতের জলপাইগুড়িতে। পবিত্র বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সম্পর্ক। আমার বাড়ির সবাই এই সম্পর্কের কথা জানেন। পঞ্চমী আমাদের বাড়িতে প্রায়ই আসত। কিন্তু এখন সে আমাকে বিয়ে করবে না বলে জানিয়েছে।
আমাকে বিয়ে করলে তার মা-বাবা নাকি আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সত্যব্রত রায় বলেন, ওদের মধ্যে যে প্রেমের সম্পর্ক আছে, তা আমরা কেউ জানি না। হঠাৎ দেখি শনিবার একটা ছেলে অনশনে বসেছে। পরে খবর পেয়ে পুলিশ এসেই লাঠিপেটা শুরু করে পবিত্রকে। আর সেই পিটুনি খেয়ে অনশন কর্মসূচি বাতিল করতে হয়েছে পবিত্রকে।
বিডি-প্রতিদিন/শফিক