ইসরায়েলে দুই বছরের মধ্যে চতুর্থ সাধারণ নির্বাচন হয়ে গেলেও তা দেশটির রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটাতে পারেনি। এই পরিস্থিতিতে ইসরায়েলের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন মুনসুর আব্বাস। ইসলামীপন্থী এ আরব রাজনীতিবিদের সমর্থন পেলে ষষ্ঠবারের মতো সরকার গঠন করতে পারবেন বেনিয়ামিন নেতানিয়াহু। সমর্থন না দিলে ঘটবে উল্টোটা।
দুই বছর আগে, মুনসুর আব্বাস যখন নেসেটে নির্বাচিত হন তখন তিনি ছিলেন একেবারেই নতুন মুখ। দুই বছরের মাথায় তিনিই হয়ে উঠেছেন ইসরায়েলি রাজনীতির কিংমেকার। তিনি এখন নেতানিয়াহুর সরকার গড়তে পারেন কিংবা ভেঙেও দিতে পারেন। অর্থাৎ, দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে তা নির্ধারণের ক্ষমতা এখন আরব ইসলামিপন্থীদের হাতে।
সূত্র: ফ্রান্স ২৪
বিডি প্রতিদিন/ফারজানা