চীন এবার ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। আজ শনিবার তাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ থাকবে জানিয়ে তেহরানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। উল্লেখ্য, এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, বর্তমান পরিস্থিতি কারণে ইরানের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে না। সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক