সম্প্রতি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় আর্কটিক অঞ্চলে রুশ সামরিক বাহিনীর মহড়ার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। সফল এই মহড়া চলাকালে অসাধারণ দক্ষতার নজির রেখে তিনটি পরমাণু চালিত সাবমেরিন উত্তর মেরুর ভারী বরফ ছেদ করে একত্রে উপরে ভেসে ওঠে।
এ বিষয়ে প্রেসিডেন্ট পুতিন তাদের সফলতায় রাশিয়ার নিরাপত্তার খাতিরে, উত্তর মেরুতে আরো গবেষণা ও অভিযান চালানোর কথা ব্যক্ত করেন। রুশ নৌবাহিনীর কমান্ডার ইন চিফ নিকোলাই ইয়েভমেনোভ জানান, সে সময়ে তিনটি রুশ জঙ্গি বিমান তাদের ওপর দিয়ে উড়ে যায়। সূত্র : ভয়েস অব আমেরিকা।
বিডি-প্রতিদিন/শফিক