পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মামলার তদন্তকে কেন্দ্র করে তার এলাকাকে রেড জোন ঘোষণা করেছে পুলিশ। লাহোরের জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) নিরাপত্তা আরও জোরদার হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণের তদন্তে এনএবি’র মুখোমুখি হবেন মরিয়ম নওয়াজ। এ জন্য বৃহস্পতিবার থেকে ওই এলাকা রেড জোন ঘোষণা করেছে পুলিশ। এনএবি অফিসে উপস্থিত হয়ে অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণ বিষয়ে নিজের বক্তব্য দেবেন তিনি। এদিন তিনি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ। রেঞ্জার ও পাঞ্জাব পুলিশ এনএবি ভবন ও আশপাশের এলাকা টহল দিবে।
এ উপলক্ষে এনএবির প্রাদেশিক প্রধান কার্যালয়ের বাইরে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতির সিদ্ধান্ত নিয়েছে নওয়াজের দল। ফলে এনএবি সরকারের কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছে। তাদের শঙ্কা লাহোর অফিস হামলার ষড়যন্ত্র করা হচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির