মিয়ানমারে গত শনিবার সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ১০০ এর বেশি মানুষ প্রাণ হারান। ওই ঘটনার পর রাতে পার্টি দেন মিয়ানমারে সামরিক অভুত্থানের নেতা মিন অং হ্লাইং ও তার জেনারেলরা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাতে সেই বিলাসবহুল পার্টির আয়োজন করা হয়। খবর বিবিসির।
এদিকে মিয়ানমারে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছে ১২টি দেশের প্রতিরক্ষামন্ত্রী। মিয়ানমারের শনিবার নিরাপত্তা বাহিনী ত্রাসের রাজত্ব করেছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নোবেলজয়ী রাষ্ট্রনেতা অং সান সুচি ও তার দলের বেশ কয়েকজনকে। এরপরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
বিডি প্রতিদিন/ফারজানা