সুইডেনের এইচ অ্যান্ড এম এবং অন্য বিদেশি কোম্পানিগুলোকে রাজনীতিতে নাক না গলানোর পরামর্শ দিয়েছে চীন। জিনজিয়াংয়ের বাসিন্দাদের জোর করে শ্রমে বাধ্য করার বিষয়ে বিদেশি কোম্পানিগুলো উদ্বেগ দেখানোর পর চীন এমন বার্তা দিয়েছে।
উদ্বেগ দেখানোর পর এইইচ অ্যান্ড এম, বারবেরি, নাইকি, অ্যাডিডাসসহ পশ্চিমা কোম্পানিগুলোর পণ্য বয়কটের হিড়িক পড়েছে চীনে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও একাধিক পশ্চিমা সরকারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের ওপর চাপ বাড়িয়েছে। এর মধ্যেই উদ্বেগ প্রকাশ করে বিদেশি কোম্পানিগুলো।
আরও পড়ুন : সুয়েজ খালে আটকে পড়া জাহাজ মুক্ত
সোমবার সকালে জিনজিয়াং সরকারের মুখপাত্র জু গুইজিয়াং সংবাদ সম্মেলনে বলেছেন, একটি কোম্পানির অর্থনৈতিক আচরণের রাজনীতিকরণ ঠিক নয়। এইচ অ্যান্ড এম কী চীনের বাজারে আর আয় করতে পারবে? আর পারবে না। বিদেশি কোম্পানির এমন আচরণ যৌক্তিক নয়। এটা নিজের পায়ে নিজেই পাথর মারার মতো।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা