প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার এই মহামারিতেই শুক্রাণু সংকটে সুইডেন। শুক্রাণু দাতারা হাসপাতাল এড়িয়ে চলায় শুক্রাণুর তীব্র ঘাটতি দেখা দিয়েছে ইউরোপের দেশ সুইডেনে। তাই হাসপাতালে শুক্রাণু দান কার্যক্রম বৃহৎ অংশে স্থবির হয়ে পড়েছে।
এছাড়াও নারীদের বছরের পর বছর অপেক্ষা করা লাগছে। শুক্রাণু সংকটের কারণে গর্ভধারণে সহায়তা ছয় মাস থেকে প্রায় ৩০ মাস পর্যন্ত পিছিয়ে গেছে।
গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রজনন শাখার প্রধান অ্যান থুরিন জেলবার্গ বলেছেন, আমরা শুক্রাণু সংকটের মুখোমুখি হয়েছি। আমরা গত বছরের মতো এত কম দাতা কখনও পাইনি।
২৮ বছর বয়সী এলিন বার্গস্টেন বলেন, মানসিক পীড়াদায়ক এটি, আমরা চিকিৎসার জন্য একটি পরিষ্কার সময় কিংবা তারিখ পর্যন্ত পাচ্ছি না।
তিনি হাসপাতাল থেকে অন্যের শুক্রাণুর মাধ্যমে সন্তানের প্রক্রিয়া শুরু করেন। দ্বিতীয় দফায় শুক্রাণু নেওয়ার আগে ঘাটতির কারণে অনির্দিষ্টকালের জন্য তার এই চিকিৎসা বন্ধ হয়ে যায়।
সূত্র: স্কাই নিউজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন