২৩ এপ্রিল, ২০২১ ২১:৫১

ক্রিটিক্যাল পর্যায়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন উদ্ধার অভিযান, এগিয়ে এল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ক্রিটিক্যাল পর্যায়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন উদ্ধার অভিযান, এগিয়ে এল যুক্তরাষ্ট্র

নিখোঁজের পর এখনো হদিস মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিনের। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ সাবমেরিনটি খুঁজে পেতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় হাতে আছে। সাবমেরিনে থাকা নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন ছিল। এই সময় প্রায় শেষের দিকে।

এরই ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন উদ্ধারে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ভোর রাতে সাবমেরিনটি বালির উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, এরই মধ্যে হারিয়ে যাওয়া সাবমেরিনটির অক্সিজেন ফুরিয়ে গেছে। এতে ওই সাবমেরিনে থাকা ৫৩ জনের বেঁচে থাকা নিয়ে শঙ্কা বাড়ছে। তারা আসলে কি ভাগ্য বরণ করেছেন তা এখনো স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ার সাবমেরিনটি উদ্ধার অভিযান বর্তমানে ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে।

সূত্র : বিবিসি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর