১৬ মে, ২০২১ ১২:৫৯

বার বার দুর্ঘটনা : বোয়িংয়ের পুরোনো প্রজন্মের জেটগুলো পরীক্ষার উদ্যোগ

অনলাইন ডেস্ক

বার বার দুর্ঘটনা : বোয়িংয়ের পুরোনো প্রজন্মের জেটগুলো পরীক্ষার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসন বোয়িংয়ের পুরোনো প্রজন্মের ৭৩৭ জেটগুলো পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিতে যাচ্ছে। বোয়িংয়ের ৭৩৭-৩০০, -৪০০ ও -৫০০ ; মোট ১৪৩টি উড়োজাহাজ পরীক্ষা করা হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসনের একটি নথির বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত একটি নথি দেখেছে সংবাদ সংস্থা এএফপি।

১৯৮০ ও ৯০ দশকের মধ্যবর্তী সময়ে বোয়িংয়ের পুরনো প্রজন্মের ওই উড়োজাহাজগুলি নির্মাণ করা হয়। কেন উড়োজাহাজগুলি বার বার দুর্ঘটনার শিকার হচ্ছে তা চিহ্নিত করতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন। 

যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি বোয়িং নির্মিত উড়োজাহাজ বারবার দুর্ঘটনার শিকার হয়েছে। গত জানুয়ারিতেও বোয়িং কোম্পানির একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়।

সূত্র : জাকার্তা পোস্ট

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর