ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজটি আগুন লেগে ডুবে গেছে। বুধবার (২ জুন) ওমান উপসগারে এ দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। খবর রয়টার্স'র।
জাহাজটিতে রাত ২টা ২৫ মিনিটে আগুন লাগলে অগ্নিনির্বাপণকর্মীদের চেষ্টার পরেও তা নিয়ন্ত্রণে আসেনি। হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৭৯০ মাইল দূরে ইরানি বন্দর জাসকের কাছেই এই আগুন লাগে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লাইফজ্যাকেট পরা নাবিকেরা নৌযানটি খালি করছেন। আর তাদের পেছন থেকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল