তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নামলেন আফগান নারীরা। জানা গেছে, কয়েকশ নারী দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে রাইফেল হাতে নিয়ে মিছিল করে। খবর দ্য গার্ডিয়ান এর।
আফগানিস্তানের ঘুর প্রদেশের ওই মিছিলে শতাধিক নারী অস্ত্র উঁচিয়ে তালেবান বিরোধী স্লোগান দেয়। এসময় ঘুর প্রদেশের নারী অধিদপ্তরের পরিচালক হালিমা পারাস্তিশ জানায়, কিছু নারী নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিতে চায়, স্রেফ প্রতীক হিসেবে। তবে অনেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের একের পর এক অঞ্চল দখল করছে তালেবান। দখলকৃত সেসব স্থানে নারীর পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক