আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও দেশটির শান্তি ও স্থিতিশীলতার উদ্যোগের পক্ষে সমর্থন দিয়েছে ভারত। নিরাপত্তা পরিষদের সম্ভাবনাকে ছাড় না দিয়ে চলতি মাসেই আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সম্প্রতি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কাউন্সিলের সভাপতি হিসাবে আমরা অবশ্যই সদস্য রাষ্ট্রগুলির উদ্যোগকে সমর্থন করব যা দেশে স্থিতিশীলতা আনতে পারে। ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ মোকাবেলায় আলোকপাত করেছে, কাউন্সিল এবং বাইরে উভয় আলোচনার ভেতরে। ভারত সবসময় একটি স্বাধীন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক স্থিতিশীল এবং সমৃদ্ধ আফগানিস্তান দেখতে চায়।
আফগানিস্তান ইস্যুতে ভারত কীভাবে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে এবং ভারত কি তালেবানদের সমর্থন করার জন্য পাকিস্তান নিয়ে আলোচনা শুরু করবে, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আফগানিস্তানে ক্ষমতায় আসা যে কোনও সরকারকে জনগণের চোখে বৈধ হিসাবে দেখা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এগুলো নিরাপত্তা পরিষদের সদস্যদেরও সাধারণ উদ্বেগ।
টিএস তিরুমূর্তি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয়। সহিংসতা অব্যাহত রয়েছে এবং প্রকৃতপক্ষে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। নারী, শিশু এবং সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।
উল্লেখ্য, দেশটির বিভিন্ন স্থানে আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের লড়াই চলছে। দেশটির অধিকাংশ এলাকা তালেবানদের দখলে চলে গেছে। প্রধান কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিতে পারলেই তালেবানরা ক্ষমতায় বসে যাবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির