মালয়েশিয়ার নব-নিযুক্ত প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি সরকার ও বিরোধী দলীয় সব সংসদ সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ইসমাইল সাবরি বলেন, আমাদের পরিবার, মালয়েশিয়ান পরিবারকে (কেলুয়ার্গ মালয়েশিয়া) বাঁচানোর জন্য আমাদের সাধারণ ভিত্তি খুঁজে বের করতে হবে এবং একটি ঐকমত্য গড়ে তোলার দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈচিত্র্য সত্ত্বেও প্রতিটি মালয়েশিয়ান একটি পরিবারের অংশ ছিল। আপনারা প্রত্যেকেই আমার নিজের পরিবারের অনুরূপ- বয়সের পার্থক্য নির্বিশেষে। আমরা একে অপরের পরিপূরক এবং একক শরীরের অংশ হিসাবে একে অপরের প্রয়োজন।
ইসমাইল সাবরি নিজের উদাহরণ দিয়ে বলেন, আমি একটি দরিদ্র কৃষক পরিবারে বেড়ে ওঠার পর থেকে একমুঠো চালের জন্য সংগ্রাম করতে গিয়ে কষ্ট বুঝতে পেরেছি। অতএব, মহামারী দ্বারা সৃষ্ট এই অর্থনৈতিক সংকটের সময় জনগণ যে সমস্যার সম্মুখীন হয় তা আমি দৃঢ়ভাবে বুঝতে পেরেছি ।
বিডি প্রতিদিন/হিমেল