প্রতিবাদ সত্ত্বেও নিরীহ ফিলিস্তিনিদের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলের সেনারা। এবার আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে আরব লিগ। জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে সতর্ক করে এই হুঁশিয়ারি দেওয়া হয়। খবর সৌদি গেজেটের।
ওই বিবৃতিতে ইসরায়েলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলেছে আরব লিগ। এর আগে, চলতি মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করেছিল।
এদিকে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন শক্তি সম্পর্কে ইহুদিবাদী মারাত্মক ধরনের ভুল হিসাব-নিকাশ করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র ফাউজি বারহুম। তিনি বলেন, হামাস রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেবে। ইসরায়েল সম্প্রতি গাজা উপত্যকায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ফাউজি এ হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/শফিক