ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক স্বাধীনতা দিবসের ভাষণে জলবায়ু পরিবর্তনের দিকে বিশেষ মনোযোগ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনকে সব সময় প্রাধান্য দেয়ায় সৌভাগ্যবশতভাবে তার 'সবুজ প্রবৃদ্ধি'র ধারণা সফল হতে পারে।
ব্লুমবার্গ ডট কমে এক কলামে মিহির শর্মা লিখেছেন, মোদি পেট্রোলিয়াম আমদানিতে ভারতের নির্ভরতার বিষয়ে সতর্ক করে আরও বেশি আত্মনির্ভরতার কথা বলেছেন। মোদি সবুজ হাইড্রোজেন এবং জ্বালানী কোষ বিকাশের জন্য একটি নতুন 'জাতীয় হাইড্রোজেন মিশন' এবং ভারতের বিশাল রেল ব্যবস্থার বিদ্যুতায়ন সম্পর্কে কথা বলেছেন। তিনি বৈদ্যুতিক যানবাহনের জন্য সরকারের নতুন ভর্তুকির কথাও বলতে পারতেন।
মিহির আরও লেখেন, আমার সন্দেহ আছে যে ভারত সরকার বিদেশী কূটনীতিক এবং জলবায়ু কর্মীদের চাপের কারণে সবুজ বক্তব্যের দিকে এতটা দৃঢ়ভাবে স্থানান্তরিত হয়নি। সম্ভাবনা বেশি যে ভারতের একটি বাধ্যতামূলক নতুন প্রবৃদ্ধির আখ্যানের প্রয়োজন তা মোদির মাথায় আছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির