নাম তার মোহাম্মদ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’র একটি প্রতিবেদনে উঠে আসে তার নাম। যদিও মোহাম্মদের পুরো নাম প্রকাশ করা হয়নি ওই প্রতিবেদনে। ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়লেও বাইডেনকে উদ্ধারকারী এই আফগানকে নিয়ে যায়নি দেশটি।
জানা গেছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর যেসব আফগান অনুবাদককে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, সেই তালিকায় থাকতে পারেননি মোহাম্মদ। যিনি এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে আমেরিকা যাওয়ার জন্য আকুতিও জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, আমাদের বাঁচান। আমি স্ত্রী ও চার সন্তান নিয়ে তালেবানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।
গণমাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখির হওয়ার পর নিজেদের অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। সেই মোহাম্মদকে বার্তা দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ‘ধন্যবাদ, ২০ বছরের যুদ্ধে আমাদের পাশে থাকার জন্য। আমাদের প্রচেষ্টা ও মনোযোগ এখন শুধু এই একটাই। শুধু মার্কিনিদের নয়, আমাদের অঙ্গীকার সেসব আফগান বন্ধুদের জন্যও যারা আমাদের জন্য লড়েছেন। আমরা আপনাদের সরিয়ে আনবোই।’
মোহাম্মদের আকুতির প্রত্যুত্তরে তাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করে হোয়াইট হাউস এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা যত দ্রুত পারি আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদে সরিয়ে নেবো। আপনার অবদানের কথা আমরা ভুলবো না। একই সঙ্গে আমরা আপনার কর্মের জন্য আপনাকে সম্মানিত করবো এবং আমরা ঠিক যা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, ২০০৮ সালে আমেরিকার তৎকালীন সিনেটর, বর্তমানে যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, আফগানিস্তানে গিয়ে তুষারঝড়ের কবলে পড়েছিলেন। তার সঙ্গে ছিলেন আরও দু’জন সিনেটর। এ সময় তাদেরকে উদ্ধার করেছিলেন বর্তমানে আলোচনায় উঠে আসা মোহাম্মদ নামের এই আফগান, যিনি একজন অনুবাদক ও দোভাষী।
বিডি-প্রতিদিন/শফিক