গর্ভবতী নারীদের লাড্ডু বিতরণ করার অভিনব উদ্যোগ নিয়েছেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উদ্যোগের মাধ্যমে গর্ভবতী নারীদের হাতে তুলে দেওয়া হবে পুষ্টিকর লাড্ডু। গান্ধীনগর এলাকায় প্রায় ৭০০০ জন গর্ভবতী নারীকে সন্তান জন্ম দেওয়ার আগে পর্যন্ত প্রত্যেক মাসে ১৫টি করে লাড্ডু দেওয়া হবে।
জন্মাষ্টমীর দিন এই পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
অমিত শাহ জানিয়েছেন, যতদিন না পর্যন্ত দেশের শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে ততদিন পর্যন্ত দেশের অগ্রগতি সম্ভব নয়। এই লক্ষ্যে শ্রীকৃষ্ণের জন্মদিনে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনা করে গুজরাটের গান্ধীনগরে 'লাড্ডু বিতরণ কর্মসূচি'-র উদ্যোগ নেন অমিত শাহ।
কী এই 'লাড্ডু বিতরণকর্মসূচি'?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ‘Sahi Poshan, Desh Roshan’-কে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখেই যাতে নতুন প্রাণ এবং গর্ভবতী নারীরা সুুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই লাড্ডু বিতরণ কর্মসূচিতে খুশি গর্ভবতী নারীরা।
এ ব্যাপারে অমিত শাহ বলেন, 'আশাকর্মীদের মধ্যে ৮ লাখ ৬০ হাজার স্মার্টফোন বিতরণ করা হয়েছে। প্রান্তিক মানুষের কাছে সমস্ত ধরনের সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার।’
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফের একবার রাজ্যে আসবেন অমিত শাহ।
রাজ্য বিজেপি সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাংলায় পা রাখতে চলেছেন তিনি। তবে দক্ষিণবঙ্গ নয়, তাঁর যাবতীয় কর্মসূচি হবে উত্তরবঙ্গে , জানা গিয়েছে এমনটাই। রাজ্য BJP সূত্রে খবর, দার্জিলিংয়ে সভা করবেন তিনি। যদিও এই বিষয়ে রাজ্য বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন।
এদিকে একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির পর এই প্রথম পশ্চিমবঙ্গ রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। তার এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টাইমস
বিডি প্রতিদিন/আরাফাত