ইরান থেকে লেবাননের উদ্দেশে যাত্রা করা তেলবাহী জাহাজটি সিরিয়ার পানিসীমায় প্রবেশ করেছে। বৈরুত থেকে প্রকাশিত দৈনিক আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, ইরানি জাহাজ থেকে সিরিয়ার বন্দরে এই তেল খালাস করা হবে এবং পরে ট্যাংকারের মাধ্যমে তা লেবাননে নেয়া হবে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, শিগগিরই ইরানের আরো দুটি জাহাজ সিরিয়ার বন্দরে এসে পৌঁছাবে এবং সেখানে তেল খালাসের পর একই প্রক্রিয়ায় লেবাননে নেয়া হবে। এছাড়া ইরান থেকে শিগগিরই তেলবাহী চতুর্থ জাহাজ রওয়ানা দেবে।
এদিকে, ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, ইরানের তেলবাহী জাহাজ গতকাল বুধবার সিরিয়ার পানিসীমায় প্রবেশ করেছে এবং আজ বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালের মধ্যে যেকোনো সময় বানিয়াস বন্দরে নোঙ্গর করবে।
২০১৯ সাল থেকে লেবানন মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে দিন পার করছে। দেশটিতে জ্বালানি তেল এবং বিদ্যুতের যেমন সঙ্কট দেখা দিয়েছে তেমনি দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিরতা। মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের সংকট দিন দিন বেড়ে চলেছে। এ অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান লেবাননে জ্বালানি তেল ও তেল জাতীয় পণ্য পাঠলো।
সূত্র: পার্সটুডে ও জেরুজালেম পোস্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন