আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দিল তালেবান।
আজ শুক্রবার থেকেই অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চালু হচ্ছে জাতীয় পতাকাবাহী ‘আরিয়ানা আফগান এয়ারলাইন্স’ বিমান সেবা।
আরিয়ানা আফগান এয়ারলাইন্স কর্র্তপক্ষ বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বিমান সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হামিদ আহমাদি জানিয়েছেন, “আমরা তালেবানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। সেই সঙ্গে বিভিন্ন বিমান সংস্থাও মত দিয়েছে বিমান সেবা চালুর বিষয়ে। আজ শুক্রবার থেকেই অভ্যন্তরীণ রুটে চালু হবে বিমান পরিবহন সেবা।”
উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এরপর থেকেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ছিল দেশটিতে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম