আফ্রিকার দেশ মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়ায়া (৫০) পার্লামেন্টের ভেতর আত্মহত্যা করেছেন। দেশটির রাজধানী লিলংওয়েতে গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। গাড়ি নিয়ে হতাশা থেকে ক্লিমেন্ট নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। খবর আলজাজিরার।
পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্ট ভবনে আত্মহত্যা করেছেন। বছর দুই আগে কার্যালয় ত্যাগ করার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে ক্লিমেন্ট চিওয়ায়া বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে যান।
উল্লেখ্য, ক্লিমেন্ট চিওয়ায়াকে তার পাঁচ বছরের মেয়াদকাল শেষে ২০১৯ সালে সরকার একটি গাড়ি কিনে দেয়। মাস ছয়েক আগে এক দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। যার ক্ষতিপূরণ চাইলে সরকার জানায় গাড়িটির বিমার মেয়াদ দুর্ঘটনার সময়েই শেষ হয়ে গিয়েছিল। এ নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন ক্লিমেন্ট।
বিডি-প্রতিদিন/শফিক