লেবানন ও তার জনগণকে রক্ষা করা এবং মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য বৈধ সমস্ত পদক্ষেপ নেয়ার অধিকার তাদের রয়েছে বলে দাবি করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তিনি বলেন, আমরা যেহেতু মুক্তি ও স্বাধীনতার জন্য লড়াই করছি সে কারণে ইতিবাচক ফলাফল আনার ক্ষেত্রে সমস্ত বৈধ উপায় ব্যবহারের অধিকার আমাদের রয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানী বৈরুতে মুসলিম বিশেষজ্ঞদের এক সমাবেশে একথা হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম। তিনি বলেন, আমরা এমন কোনো নির্দেশনা মেনে নেব না যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে এবং আমাদের স্বাধীনতা ও মুক্তিকে ক্ষতিগ্রস্ত করে। বরং আমাদের লড়াই হচ্ছে দখলদারিত্বের বিরুদ্ধে।
হিজবুল্লাহর উপ মহাসচিব আরো বলেন, আমাদের বিরুদ্ধে কেউ শত্রুতা করলে তা বিনা জবাবে পার পাওয়ারও সুযোগ আমরা দেবো না। এমন ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে অবশ্যই সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক পর্যায়ে শক্ত হব ও প্রস্তুত থাকবো। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক