করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রিটিশ সরকার। তবে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে। আজ বুধবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি, বড় পরিসরে টিকা কার্যক্রম পরিচালনা করায় এসব দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে ঝুঁকি কম বলে মনে করছে যুক্তরাজ্য।
নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, বিষুবীয় গিনি, ফিজি, গাম্বিয়া, গায়েনা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।
বিডি-প্রতিদিন/শফিক