ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্পে ৩ বছরের শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ওয়াংসিয়ানে আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা ইতোমধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ভূমিকম্পে সৃষ্ট ভূমিধসে ২ জনের মৃত্যু হয়। আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায় ৩ বছরের শিশুটি।
ভূমিকম্পে দ্বীপটির পূর্বদিকের কারাঙ্গাসেম ও বাংলি জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো পাওয়া যায়নি। দ্বীপের অন্য অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্শ্ববর্তী লুম্বক দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ