১৬ অক্টোবর, ২০২১ ১৯:১২

পুরুষের মদ পান নিয়ে নারী মন্ত্রীর পরামর্শে তোলপাড়

অনলাইন ডেস্ক

পুরুষের মদ পান নিয়ে নারী মন্ত্রীর পরামর্শে তোলপাড়

নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অনিলা ভেদিয়া। ফাইল ছবি

পুরুষের মদ পান নিয়ে ভারতের ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের নারী মন্ত্রীর পরামর্শে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। ভূপেশ বাঘেল সরকারের প্রতিশ্রুতি ছিল মদ মুক্ত রাজ্য গড়ে তোলার। সেখানে তারই মন্ত্রিসভার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অনিলা ভেদিয়া গ্রামের নারীদের পরামর্শ দিয়েছেন, ‘‌পুরুষদের মাঝেমধ্যে এক পেগ (মদ) নিয়ে ঘুমাতে যেতে দিন।’‌  

জানা গেছে, এই রাজ্যে আবগারি থেকে আয় কমেছে। সেই আয় যাতে বাড়ে তাই এই পরামর্শ বলে অনেকে মনে করছেন। তবে অন্য একটি অংশ বলছেন, এই গ্রামের নারীদের অনেকেই অভিযোগ করেছেন, স্বামী মদ পান করেন। তা নিয়ে সংসারে অশান্তি। নারীরা যাতে স্বামীর এই অভ্যাস মেনে নেন, তাই এমন পরামর্শ দিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী।

উল্লেখ্য, এখানের একটা বড় অংশের পুরুষ নিয়মিত মদ্যপান করেন। আর তা নিয়ে সংসারে অশান্তি এবং তা থেকে থানা–পুলিশে অভিযোগ দায়ের হয়। এমনকি নারীদের নির্যাতনের শিকারও হতে হয়। এ সমস্যার সমাধান করতে তিনি পারেননি। উলটে পুরুষদের একটু–আধটু সুরা পান (মদ) করিয়ে শুয়ে পড়ুন বলে মন্তব্য করায় নারীরা ক্ষেপে উঠেছেন।

তবে পরিস্থিতি বেগতিক দেখে ওই নারী মন্ত্রী নিজেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সাফাই গেয়ে তিনি বলেন, ‘‌আমার বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মদ্যপানে আসক্ত পুরুষদের উদ্দেশ্যে বোঝাচ্ছিলাম, যাতে অল্প মদ্যপান করেন। বাড়ি এবং সন্তানদের জন্য মেয়েদের অনেক মানসিক চাপ নিতে হয়। আমি বলতে চাইছিলাম, মদের প্রতি আসক্তি খারাপ জিনিস। এই অভ্যাস ত্যাগ করা উচিত।’‌  

সূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর