ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু দুর্নীতির একটি মামলায় দোষস্বীকার চুক্তির সমঝোতা করছেন। গতকাল রবিবার এমনটাই জানিয়েছেন এই আলোচনার সাথে জড়িত এক ব্যক্তি। এই চুক্তির আওতায় তিনি কয়েক বছরের জন্য ইসরায়েলের রাজনীতি থেকে ছিটকে পড়বেন।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু’র দুর্নীতি মামলার চুক্তিটি এই সপ্তাহের মধ্যেই সম্পাদিত হতে পারে। এর ফলে নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতির মঞ্চ থেকে কয়েক বছরের জন্য ছিটকে পড়বেন। এতে করে তার নেতৃত্বাধীন লিকুদ পার্টিতে নেতৃত্বের প্রতিযোগিতা তৈরি হবে এবং ইসরায়েলের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে।
এই চুক্তি নেতানিয়াহুকে একটি বিব্রতকর ও দীর্ঘ বিচারপ্রক্রিয়া থেকে মুক্তি দিবে। নেতানিয়াহুর একজন মুখপাত্র, এ বিষয়ে মন্তব্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
নেতানিয়াহু জালিয়াতি, বিশ্বাস ভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগে তিনটি ভিন্ন ভিন্ন মামলায় বিচারের সম্মুখীন। সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় এই নেতা দোষ অস্বীকার করেছেন। আলোচনায় সম্পৃক্ত ওই ব্যক্তি বলেছেন, এমন দোষস্বীকার চুক্তি হলে, তাতে ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগ দুইটি প্রত্যাহার করে নেওয়া হবে এবং একটি মামলা সম্পূর্ণরূপে খারিজ হয়ে যাবে।
ওই ব্যক্তি নাম প্রকাশ না করার অনুরোধ করেন, কারণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার অনুমতি তার নেই। তিনি জানান যে আগামী কয়েকদিনের মধ্যেই এমন চুক্তির ঘোষণা আসতে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলায় অভিযোগ রয়েছে। প্রথমটিতে অভিযোগ করা হয়েছে, নেতানিয়াহু তার ধনী সহযোগীদের থেকে কয়েক লক্ষ ডলারের সমমূল্যের উপহার গ্রহণ করেছেন।
দ্বিতীয় মামলায় অভিযোগ রয়েছে দেশটির একটি প্রধান পত্রিকা তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করে। এর বিনিময়ে তিনি এমন আইন সমর্থন করেন, যা কিনা ওই পত্রিকার প্রধান প্রতিযোগীকে ক্ষতিগ্রস্ত করবে। ওই পত্রিকাটি নেতানিয়াহুর পক্ষের একটি স্বাধীন দৈনিক পত্রিকা।
তৃতীয় মামলাটি কেস-৪০০০ নামে পরিচিত। তাতে অভিযোগ করা হয় যে, নেতানিয়াহু ইসরায়েলের টেলিকম কোম্পানি বেজেক এর পক্ষে, কোটি কোটি ডলারের সমমূল্যের একটি আইন সমর্থন করেন। এর বিনিময়ে কোম্পানিটির অনলাইন সংবাদ ওয়েবসাইটে, তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রচার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর