পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বালুচিস্তানের কেচ শহরে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আক্রমণ করলে সেনারাও গুলি চালায়। সেনাদের গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছে।
ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেওয়ায় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর কয়েক মাসে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম