ইউক্রেনের খারকিভ শহরের মেয়র ইহর তেরেখবের বিশ্বাস, রুশ বাহিনী তার শহরে নিশ্চিত পরাজিত হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। খারকিভের মেয়র বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আমার শহরে পরাজিত হবে।
মেয়র ইহর তেরেখব বলেন, রুশ সেনাদের অবরোধ এবং অনবরত বোমাবর্ষণের মুখেও আমার শহর প্রতিরোধ করে যাচ্ছে এবং জীবন চালিয়ে যাচ্ছে।
খারকিভ ইউক্রেনের দ্বিতী বৃহত্তম শহর। এর জনসংখ্যা ১৫ লাখ।
মেয়র বলেন, ভারি গোলাবর্ষণ, বিমান হামলা এবং আবাসিক জেলাগুলোতে গুলিবর্ষণের ফলে তার শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে রুশ বাহিনীর শহরের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে, নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেন আক্রমণের পর রুশ বাহিনী সব থেকে যে শহরে বোমাবর্ষণ করেছে; সেটা খারকিভ।
শহরের মেয়র রুশ বাহিনীর কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ উল্লেখ করে বলেন, তাছাড়া এটা কী হতে পারে? এই এলাকাতে কোনো সামরিক স্থাপনা নেই, তা সত্ত্বেও স্কুল, হাসপাতাল, ক্লিনিক এমনকি কিন্ডারগার্টেনেও বোমা হামলা হচ্ছে। এটা কোনো দুর্ঘটনা নয়। দুর্ঘটনা হলে আমি বুঝতে পারি। কিন্তু যখন শত শত বেসামরিক ভবনে বোমা ফেলা হয়, তখন সেটা দুর্ঘটনা নয়।
বিডি প্রতিদিন/কবিরুল