রাশিয়া থেকে দূরে থাকতে জার্মানি ‘একটি নতুন পথ খুঁজছে’ বলে নিজ দেশের নাগরকিদের জানালেন প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি।
বুধবার রাতে তার সর্বশেষ ফেসবুক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলেনস্কি আরও বলেন, বৃহস্পতিবার জার্মান আইনপ্রণেতাদের কাছে তিনি যে বক্তৃতা দিয়েছেন ‘শুধু রাষ্ট্রপতি হিসেবে নয়, ইউক্রেনের নাগরিক হিসেবে। একজন ইউরোপীয় হিসেবে দিয়েছেন।’
“এমন একজন হিসেবে (আমি বক্তব্য দিয়েছি) যিনি বহু বছর ধরে অনুভব করেন যে জার্মান রাষ্ট্র আমাদের জন্য একটি প্রাচীর দিয়ে বেড়া দিয়েছে বলে মনে হচ্ছে। অদৃশ্য অথচ শক্ত প্রাচীর,” যোগ করেন তিনি।
সেই বক্তব্য অনেক এমপির জন্য শুনতে অস্বস্তিকর ছিল। কারণ জেলেনস্কি জার্মান শক্তি নীতি এবং বিভাজনের প্রাচীরে অবদান রাখার জন্য ব্যবসায়িক স্বার্থের সমালোচনা করেন।
উল্লেখ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম