ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। আজ বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সংঘাতে রাশিয়ার মোট ১৭ হাজার ৫০০ সেনা মারা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংঘাতে রাশিয়ার ৬৬১৪টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সশস্ত্র যান ধ্বংস করা হয়েছে ১৭৩৫টি।
সংঘাতে রাশিয়ার ১৩১টি হেলিকপ্টার এবং ১৩৫টি বিমান ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। সংঘাতে রাশিয়ার ৩১১টি আর্টিলারি সিস্টেম এবং ১২০১টি গাড়ি ধ্বংস হয়েছে। নৌযান ধ্বংস করা হয়েছে ৭টি।
বিডি প্রতিদিন/ফারজানা